মুন্সিগঞ্জে সাংবাদিক রাহিদ হোসেনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৪১ অপরাহ্ণমুন্সিগঞ্জে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের চিত্রগ্রাহক রাহিদ হোসেনের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনায়,জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে, বিচারের দাবিতে ঘণ্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে,সাংবাদিকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা। কর্মসূচিতে উপস্থিত গণমাধ্যম কর্মীরা,দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের,আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ সময় শীঘ্রই জড়িতদের গ্রেফতার করা না হলে, কলম বিরতি সহ বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার হুঁশিয়ারি দেয়া হয় কর্মসূচি থেকে। মানববন্ধনে অংশ নেয়া সাংবাদিকরা বলেন, একজন পেশাদার সংবাদকর্মীর ওপর এভাবে প্রকাশ্যে হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। পাশাপাশি, প্রকাশ্যে এমন হামলা সাংবাদিক সমাজের জন্য চরম অশনিসংকেত উল্লেখ করা হয়। এছাড়া, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার বিচার না হলে ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে বলে,কর্মসূচিতে শঙ্কা প্রকাশ করেন সাংবাদিকরা। এদিকে “সাংবাদিক রাহিদ হোসেনের ওপর হামলার পরে,সদর থানায় মামলা দায়ের করা হয়,তবে সাত দিন পার হলেও এখনো কোনো হামলাকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কর্মসূচিতে বক্তারা বলেন,সন্ত্রাসীরা গ্রেফতার না হওয়া দুঃখজনক ও উদ্বেগজনক। বরং প্রভাবশালী একটি মহল সাংবাদিক রাহিদ হোসেনকে হয়রানি করার জন্য আদালতে তার নামেই মিথ্যা মামলা দায়ের করেছে,যা অত্যন্ত নিন্দনীয়। এতে পুনরায় হামলার আশঙ্কায় ভুক্তভোগী সাংবাদিক ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। উল্লেখ্য, গত ৭ অক্টোবর (মঙ্গলবার) বিকেল ৩টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের রমজান বেগ পূর্বপাড়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে সাংবাদিক রাহিদ হোসেনের ওপর ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে হামলা চালায় প্রতিপক্ষ।এ ঘটনায় অভিযুক্তদের নাম উল্লেখ করে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক রাহিদ হোসেন।