মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ১ লাখ করে টাকা দেবে বিএনপি
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০২:০৯ অপরাহ্ণ
রাজধানীর মিরপুরের রূপনগরে অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক নিহত প্রত্যেকের পরিবারকে এই সহায়তা দেবেন। মঙ্গলবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনা অব্যবস্থাপনার ফল। বিএনপি ভবিষ্যতে এ ধরনের ট্র্যাজেডি প্রতিরোধে আবাসিক এলাকায় শিল্পায়ন বন্ধ এবং নগর পরিকল্পনায় সমন্বয় আনবে। রিজভী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে মিরপুর রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় ‘আর এন ফ্যাশন’ নামে একটি পোশাক কারখানা ও পাশের রাসায়নিকের গুদামে ভয়াবহ আগুন লাগে। এ ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। এর আগে জামায়াতের পক্ষ থেকেও প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।