• ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

জড়িতদের আইনের আওতায় আনতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

জড়িতদের আইনের আওতায় আনতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ণ

মিরপুরের রূপনগর আবাসিক এলাকার শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও ‘কসমিক ফার্মা’ কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যারা জড়িত এবং অবৈধ কেমিক্যাল রাখার সঙ্গে সংশ্লিষ্ট, তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, সরকারকে তড়িঘড়ি তদন্ত শুরু করতে হবে। যারা এই অবৈধ কার্যকলাপে লিপ্ত তাদের আইনের আওতায় আনতে হবে। জনবহুল এলাকায় এ ধরনের ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান থাকা উচিত নয়। আমাদের কঠোর নীতি থাকতে হবে যেন ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে। উপদেষ্টা আরও বলেন, আগে পুরনো টাউনে এরকম ঘটনার কারণেই ওইসব ঝুঁকিপূর্ণ কারখানা সরিয়ে দেয়া হয়েছিল। কিন্তু পরে এসব প্রতিষ্ঠান বিভিন্ন জনবহুল এলাকায় ছড়িয়ে পড়েছে। এখন দ্রুত এসব জায়গা চিহ্নিত করে সেখান থেকে সরিয়ে ফেলা প্রয়োজন। প্রয়োজনে নীতি পরিবর্তন করতে হবে। শারমীন এস মুরশিদ জানান, যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে সমাজকল্যাণ মন্ত্রণালয় থাকবে। পরিবারগুলোর সঙ্গে আমার মন্ত্রণালয়ের নিয়মিত যোগাযোগ থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। ক্ষতিপূরণের বিষয়টি পরে আলোচনা হবে, তবে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি আমি দিচ্ছি। তিনি আরও বলেন, আমরা এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে হাসপাতালে একটি হেল্প ডেস্ক পরিচালনা করছি। আমাদের সমাজকর্মীরা সেখানে ফলোআপ করছে এবং মৃতদের পরিবারের সঙ্গে বসে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করছে।