ছাত্র ফেডারেশন তোলারাম কলেজ এবং সোনারগাঁও আঞ্চলিক শাখার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১০:২৪ অপরাহ্ণ
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ধারাবাহিক ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা কর্মসূচির অংশ হিসেবে সরকারি তোলারাম কলেজে এবং সোনারগাঁও উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ক্যাম্পেইন এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবিতে সোনারগাঁও উপজেলা পরিষদে স্মারক লিপি প্রদান করা হয়। কলেজ ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন সরকারি তোলারাম কলেজ শাখার আহ্বায়ক রাইসা ইসলাম, সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশা, জেলা কমিটির কার্যকরি সদস্য সিয়াম সরকার, ভোলাইল আঞ্চলিক শাখার সদস্য আবু তালহা সহ কলেজের শিক্ষার্থরা। বাংলাদেশ ছাত্র ফেডারেশন সরকারি তোলারাম কলেজ শাখার আহ্বায়ক রাইসা ইসলাম ও সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশা বলেন, বর্তমানে সারা বাংলাদেশের মতো নারায়ণগঞ্জেও ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করেছে। নারায়ণগঞ্জ এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডেঙ্গু আক্রান্ত হচ্ছে,যা নারায়ণগঞ্জ এর জন্য উদ্বেগের বিষয়। আনরা ছাত্র ফেডারেশন তোলারাম কলেজের শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করে তুলছি যাতে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকে এবং পরিবার সহ এলাকার নাগরিকদের সচেতন করে। আমরা শিক্ষক দের আহ্বান করেছি ডেঙ্গু প্রতিরোধে যেনো কলেজ ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন সহ যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়। অন্যদিকে সোনারগাঁও আঞ্চলিক কমিটির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে সোনারগাঁও ইউনিয়ন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয় এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোনারগাঁও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সোনারগাঁও মেরিট ইন্টারন্যাশনাল স্কুল এবং জিআর স্কুল অ্যান্ড কলেজসহ সোনারগাঁওয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হয়। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক (ভলেন্টিয়ার) সংগ্রহ কার্যক্রমও সফলভাবে পরিচালিত হয়। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন সোনারগাঁও শাখার সংগঠক ফয়সাল হোসেন, নাজমুল হাসান শান্ত, আরিয়ান আহমেদ জুনায়েদ, সফিউল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিশেষভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ছাত্র নেতা সাইদুর রহমান। কর্মসূচি শেষে জেলা সভাপতি ছাত্রনেতা সাইদুর রহমান বলেন, ডেঙ্গু এখন নারায়ণগঞ্জে মহামারি রূপ নিয়েছে, অথচ প্রশাসন চোখ বুঁজে আছে। জনগণের জীবনের চেয়ে রাজনীতি রক্ষায় তারা বেশি আগ্রহী। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে কার্যকর ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের জীবন রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন— বাংলাদেশ ছাত্র ফেডারেশন ইতিমধ্যে জেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি দিয়েছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা নারায়ণগঞ্জের সকল মানুষকে আহ্বান জানাই—নিজ নিজ এলাকা পরিষ্কার রাখুন, জমে থাকা পানি ফেলে দিন এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনই পারে প্রশাসনের উদাসীনতাকে রুখে দাঁড়াতে এবং ডেঙ্গু নামের এই হত্যাযজ্ঞ থেকে মানুষকে রক্ষা করতে। বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা বিশ্বাস করে—জনগণই শক্তির উৎস, জনগণের ঐক্য ও সংগ্রামই পারে জীবনবিনাশী এই মহামারি ও প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে বিজয় অর্জন করতে। বাংলাদেশ ছাত্র ফেডারেশন জানায়, এই কর্মসূচি জেলার বিভিন্ন অঞ্চলে চলমান ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক ধারাবাহিক উদ্যোগেরই অংশ।