নারায়ণগঞ্জে মইনীয়া যুব ফোরামের আংশিক জেলা কমিটি ঘোষণা
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১১:১২ অপরাহ্ণ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ অধিদপ্তরের নিবন্ধনকৃত সংগঠন মইনীয়া যুব ফোরাম এর নারায়ণগঞ্জ জেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) নারায়ণগঞ্জের বন্দর এলাকায় কেন্দ্রীয় কমিটির নির্দেশনা ও জেলার সিনিয়র নেতৃবৃন্দের সম্মতিক্রমে এ ঘোষণা দেওয়া হয়। সভায় মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালেক কে সভাপতি এবং কাউসার সওদাগর কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক জেলা কমিটি ঘোষণা করা হয়। এছাড়া মোঃ মামুন কে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়। ঘোষণাকালীন জানানো হয়, আগামী ডিসেম্বর মাসে এক আনুষ্ঠানিক সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হবে। পাশাপাশি মহানগর আহ্বায়ক কমিটিও গঠন করা হয়, যেখানে মোঃ নাজমুল আহ্বায়ক ও পিয়ার আলী সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খলিফা শাহ মাসুম গাজী মাইজভান্ডারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক খলিফা শাহ মোঃ আসলাম হোসাইন। বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা খলিফা আবুল কাসেম মাইজভান্ডারী। অনলাইন মাধ্যমে যুক্ত ছিলেন মোহাম্মদ সোহেল মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন মইনীয়া যুব ফোরাম মুন্সিগঞ্জ জেলা সভাপতি মোঃ আল আমিন, সদর উপজেলা সভাপতি সালেহ আহমেদ, মুক্তার হোসেন, আল আমিন, নাছির উদ্দীন, ইলিয়াস প্রদান, নুর আলম প্রধান, হযরত আলী, সায়ান আহমেদ, সনিয়া আক্তার প্রমুখ। আংশিক কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং আগামী ডিসেম্বরের শুরুতেই পূর্ণাঙ্গ সম্মেলন আয়োজনের ঘোষণা দেন। অনুষ্ঠানের শেষে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ)-এর প্রতি দরুদ, সালাতুস সালাম ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরিশেষে তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

