• ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে সোনারগাঁয়ে বিক্ষোভ সমাবেশ

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে সোনারগাঁয়ে বিক্ষোভ সমাবেশ

বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ণ

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং আগামী ১৫ নভেম্বর আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে সোনারগাঁয়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের আয়োজন করে সম্মিলিত খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি, সোনারগাঁ শাখা। সংগঠনের সভাপতি মাওলানা মহিউদ্দিন খান সাহেবের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, আলেম-ওলামা ও তৌহিদি জনতা অংশ নেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন — মাওলানা জহিরুল ইসলাম ফারুকী, মুফতি সাইদুর রহমান, মাওলানা আব্দুদ দাইয়ান, মাওলানা রুহুল আমিন কাসেমী, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা মুহাম্মাদুল্লাহ, মুফতি মিজান, মুফতি শিহাব, মাওলানা সাখাওয়াত উল্লাহ মুহিব, মাওলানা ফজলুর রহমান কাসেমী, হাফেজ মুজিবুর রহমান খান, মাওলানা আবুল কালাম, মাওলানা মাহবুব, মুফতি আনিসুর রহমান, মুফতি মোশাররফ হোসাইন, মাওলানা রাকিবুল ইসলাম, হাফেজ মাসুদুর রহমান, মাওলানা জামিল, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা মাহফুজুর রহমান খান, মাওলানা ইয়াসিন খান ও মুফতি সাব্বির আহমেদ খান প্রমুখ। বক্তারা বলেন, খতমে নবুওয়াত ইসলামের মূল ভিত্তি, আর কাদিয়ানীরা এ বিশ্বাসের পরিপন্থী। তাই তাদের অমুসলিম ঘোষণা করা দেশের মুসলমানদের ন্যায্য দাবি। তারা সরকারের প্রতি আহ্বান জানান, অবিলম্বে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে ইসলামের মর্যাদা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।