• ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২
  •   | হট লাইনঃ ০১৮৮৩১০৭৯৫৪

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রেজাউল করিমের নেতৃত্বে গাড়িবহর নিয়ে বর্ণাঢ্য র‌্যালি

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রেজাউল করিমের নেতৃত্বে গাড়িবহর নিয়ে বর্ণাঢ্য র‌্যালি

সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাবেক প্রতিমন্ত্রী ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক রেজাউল করিমের নেতৃত্বে গাড়িবহর নিয়ে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১০নভেম্বর)সোনারগাঁও উপজেলার বিএনপি এবং সহযোগী সংগঠন আয়োজনে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক রেজাউল করিমের নেতৃত্বে কাঁচপুর হাইওয়ে থানার মাঠ থেকে শতাধিক মোটরসাইকেল,গাড়ি,ট্রাক যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেঘনা টোল প্লাজা হয়ে সিদ্ধিরগঞ্জ চিটাগাংরোড জালকুড়ি হয়ে এবং কাঁচপুর কুতুবপুর এলাকায় প্রদক্ষিণ শেষে এই র‌্যালি সমাপ্ত করেন। এ সময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে রেজাউল করিমের নেতৃত্বাধীন র‌্যালিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।